• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সুনামগঞ্জ জেলা প্রথম।

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৮, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারা দেশের ৬৪টি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে ইতিহাস গড়েছে সুনামগঞ্জ জেলা। স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ‘জুন মাসের’ পারফরম্যান্স রিপোর্ট অনুযায়ী এই কৃতিত্ব অর্জন করে জেলার প্রশাসন।

জুন মাসে জেলার লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৪৫৭টি জন্ম নিবন্ধন। বাস্তবে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৯ হাজার ৬৪৩টি, যা লক্ষ্যমাত্রার ২১৬ শতাংশ। একই সময়ে সম্ভাব্য ১ হাজার ৪৯৬টি মৃত্যুর বিপরীতে নিবন্ধিত হয়েছে ২ হাজার ৪১৮টি, যা ১৬২ শতাংশ অর্জন। এই দুই সূচকে সম্মিলিত গড় শতকরা হার দাঁড়ায় ১৮৯ শতাংশ।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম জানান, “জেলা প্রশাসকের সক্রিয় তত্ত্বাবধান, ইউএনও ও স্থানীয় সরকার শাখার কর্মকর্তাদের নিবিড় পরিশ্রমে এ সফলতা অর্জিত হয়েছে, যা জেলার জন্য এক গর্বের বিষয়।”

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার ভিত্তিতে সবাই আন্তরিকভাবে কাজ করেছে বলেই সুনামগঞ্জ দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করতে পেরেছে।”

তিনি আরও বলেন, “এই সফলতা প্রমাণ করে, সম্মিলিত উদ্যোগ ও পরিকল্পিত কর্মপরিকল্পনার মাধ্যমে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব। ভবিষ্যতেও জন্ম ও মৃত্যু নিবন্ধনের এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা নাগরিকদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধনে দ্বিতীয় স্থান অর্জন করেছে লক্ষ্মীপুর জেলা এবং তৃতীয় স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা।