সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, অবৈধ স্থাপনা বসিয়ে এবং যানবাহন যেখানে সেখানে এলোমেলো ভাবে রেখে শহরে জন ভোগান্তির সৃষ্টি করেছেন যারা তাদের কে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে তা নিজ নিজ দায়িত্বে সরানোর অনুরোধ জানান। অন্যথায় আগামী ১৬ জুলাই থেকে শহরের সকল ধরনের অবৈধ স্থাপনা,খামার খাল সহ অন্যান্য খাল উদ্ধার কাজ শুরু হবে। সেই সাথে শহরের যেখানে সেখানে বিভিন্ন ধরনের যানবাহন এলোমেলো করে রেখে যানজট সৃষ্টির জন্য ও অভিযান চালানো হবে। জেলা প্রশাসক আরও বলেন, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকার বোগলাবাজার গরুর হাট আগামী অর্থ বছরের জন্য ইজারা না দেয়ার জন্য ইউএনও কে একটি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন। কারণ এই বাজার কে সামনে রেখে সীমান্তের ওপার থেকে অবৈধ ভাবে একটি চক্র রাতের আঁধারে গরু পাচার করতে ভারতের সীমানায় প্রবেশ করে মারা যান। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। এছাড়াও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদীর বালু-পাথর লুটপাঠ থামছেই না তাই আইন শৃংখলা বাহিনীর অভিযান আরও জোরদার করার আহবান জানান। তাহিরপুর উপজেলার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টাকা আদায়ের জন্য ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। সুনামগঞ্জ শহরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের অপ ব্যবহার ও বিক্রি বন্ধ এবং চুরি বৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। শহরের বিভিন্ন আবাসিক হোটেল গুলোতে অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন ইদানিং কালে বিভিন্ন স্হানে সরকারী কর্মকর্তাদের উপর এবং আইন শৃংখলা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটছে এ ব্যাপারে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।