• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে ৪ জন পাচারকৃত ব্যক্তি ও ২ জন মানব পাচারকারীসহ ৬ জন আটক

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

২ জুলাই আনুমানিক ১২০০ টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাগানবাড়ী বিওপির বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২২৮/এমপি এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইদুকোনা নামক স্থান হতে ২ জন মানব পাচারকারী এবং ৪ জন পাচার হওয়া বাংলাদেশী নাগরিককে আটক করে বিজিবির সদস্য গণ।

আটককৃত ২ জন বাংলাদেশী মানব পাচারকারী (১) মো: ইমন হোসেন (২২), পিতা- আবুল হোসেন, গ্রাম- ইদুকোনা, পোষ্ট- আছিরনগর, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ (২) আবুল হোসেন (৫৫), পিতা- মৃত আব্দুল মালেক, গ্রাম- ইদুকোনা, পোষ্ট- আছিরনগর, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ এবং ৪ জন পাচার হওয়া ব্যক্তি (১) মো: নুর ইসলাম মোড়ল (২০), পিতা- মৃত মজিদ মোড়ল, (২) মো: লিটন মির (৫০), পিতা- কুটি মির, *(৩)* মো: নজরুল ইসলাম (৪০), পিতা- মৃত জাফর মোল্লা, (৪) মো: শাহিন মিয়া (৩০), পিতা- মৃত সাইদুর রহমান সকলে গ্রাম- হাজরাকান্দি, পোষ্ট- দিকনগর, থানা- ভাংগা, জেলা- ফরিদপুর। এর মধ্যে মো: শাহিন মিয়া (৩০), পিতা- মৃত সাইদুর রহমান, গ্রাম- হাজরাকান্দি, পোষ্ট- দিকনগর, থানা- ভাংগা, জেলা- ফরিদপুর পূর্বেই ভারতে গমন করে এবং অদ্য বাংলাদেশে এসে বর্ণিত ৩ জন ব্যক্তিদেরকে ভারতে নিয়ে যাওয়ার জন্য তাদের সাথে একত্রিত হয়। এছাড়াও ১ জন মানব পাচারকারী মো: আরমান হোসেন (২৫), পিতা- আবুল হোসেন, গ্রাম- ইদুকোনা, পোষ্ট- আছিরনগর, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ পালিয়ে যায়। বিজিবি জানায়

আটককৃত মানব পাচারকারীরা টাকার বিনিময়ে বাংলাদেশ হতে ভারতীয় দালালের নিকট মানব পাচার করে থাকে। উল্লেখ্য, আটককৃত পাচার হওয়া ব্যক্তিদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে এবং তারা প্রায় সময় কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গমন করে ৩-৪ মাস কাজ করার পর পুনরায় বাংলাদেশ ফেরত আসে। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।