• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ বিজিবি কর্তৃক বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা আটক।

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১, ২০২৫
সুনামগঞ্জ বিজিবি কর্তৃক বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা আটক।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সুনামগঞ্জ সদর উপজেলাধীন রংগারচর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় ১ জুলাই রাত ১টায় চিনাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৬/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাউড়া নামক স্থান হতে *২০০ পিস ভারতীয় শাড়ী এবং ১০ পিস লেহেঙ্গা আটক করে, যার আনুমানিক মূল্য ২৫,৫০,০০০/- (পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

এ ব্যাপারে , সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।