• ৩০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাড়ে পাঁচ কোটি টাকার নানা পণ্য আটক করল সুনামগঞ্জ বিজিবি।

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৩০, ২০২৫
সাড়ে পাঁচ কোটি টাকার নানা পণ্য আটক করল সুনামগঞ্জ বিজিবি।
  • সুনামগঞ্জ প্রতিনিধি:

৩০ জুন আনুমানিক সাড়ে তিন টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর দিকে রঙ্গারচর ইউনিয়নের মাদ্রাসার নিকট হতে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪২৮৬ পিস ভারতীয় শাড়ী, ১৩ পিস লেহেঙ্গা, ৪৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী ও ২০১২০ পিস চকলেট আটক করে, *যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য-৫,৫৪,৭১,৫২০/- (পাঁচ কোটি চুয়ান্ন লক্ষ একাত্তর হাজার পাঁচশত বিশ) টাকা।* উক্ত অভিযানে সহকার কমিশনার মেহেদী হাসান হৃদয়, , বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম সহ সাথে ১৬ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ২০ জন অংশগ্রহন করে। এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। *উল্লেখ্য, গত ০১ মাসে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ১৪,৮৪,৬৭,৯৭৮/- (চৌদ্দ কোটি চুরাশি লক্ষ সাতষট্টি হাজার নয়শত আটাত্তর) টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করে।