• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৭, ২০২৫
ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা

ডেস্ক নিউজঃ ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(১৭ জুন) বিকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক সেনা ক্যাম্প আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় তেমন ক্ষয় ক্ষতি হয়নি। সমাজসেবা কার্যালয়ের পাশেই ছাতক সেনা ক্যাম্প থাকায় ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে যুক্ত হয়।

ওই ভবনের থাকা সকল ব্যক্তিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় সেনাবাহিনী । এতে কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র ও ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানাগেছে। পুরানো বৈদ্যুতিক লাইন পুড়ে গেছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতক সেনা ক্যাম্প ও ফায়ার সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।সেনাক্যাম্প পাশে থাকায় এবং তাদের দ্রুত পদক্ষেপে তেমন কোন ক্ষয়- ক্ষতি হয়নি।