• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের দোয়ারায় ভাতিজার হাতে চাচী খুন

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৪, ২০২৫

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক কলহের জের ধরে ভাতিজার আঘাতে চাচী নিহত হয়েছেন বলে জানাগেছে।

শুক্রবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুকশানা বেগম (৩৫), উপজেলার নিয়ামতপুর গ্রামের ফিরুজ আলীর স্ত্রী। এসময় আহত হয়েছে নিহতের মেয়ে তোয়াহা আক্তার (০৪)।

অভিযুক্ত জসিম উদ্দিন (২৬) গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র এবং ফিরুজ আলীর ভাতিজা।

এঘটনার খবরে তাৎক্ষণিক দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।