• ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতকের কৃতি সন্তান আহমেদ মাহবুব লাজীম লন্ডনের হ্যারিংগি কাউন্সিলের মেয়র নির্বাচিত

bilatbanglanews.com
প্রকাশিত মে ২০, ২০২৫
ছাতকের কৃতি সন্তান আহমেদ মাহবুব লাজীম লন্ডনের হ্যারিংগি কাউন্সিলের মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:

লন্ডনের হ্যারিংগি কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন আহমেদ মাহবুব লাজীম। ছাতকের এ কৃতিসন্তান আহমেদ মাহবুব লাজীম সোমবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মাধ্যমে হ্যারিংগি কাউন্সিলের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন।

 

আহমেদ মাহবুব লাজীম ছাতকের সর্বজন শ্রদ্ধেয়, প্রখ্যাত চিকিৎসক ডাঃ গোলাম মন্তকার নাতি,ব্যারিস্টার গোলাম জিলানী মাহবুবের পুত্র ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহফুজ শিপলু এবং ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাভেলের ভাতিজা।

 

অধ্যয়নকালে আহমেদ মাহবুব লাজীম যুক্তরাজ্যের কুইন মেরী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। তাঁর একের পর এক গৌরবময় এই অর্জনে পরিবারের পক্ষ থেকে সকল স্বজন-শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া প্রার্থনা করা হয়েছে।