ছাতক প্রতিনিধি:
ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে মামলার পলাতক ৩আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, এএসআই নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো, সিলেটের কোম্পানীগঞ্জ থানার সিআর মামলা (নং ৬/২৩)’র পলাতক আসামি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র ইকবাল হোসেন। অপর অভিযানে থানার ননজিয়ার মামলার(নং৮৪/২৪)’র পলাতক আসামি দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র বাচ্ছু মিয়া ও গ্রামের আব্দুল জলিলের পুত্র দবির মিয়া।
থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।