ছাতক প্রতিনিধি:
ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ পলাতক ৩আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আখতার, এএসআই সাহাব উদ্দিন, এএসআই বিশ্বজিৎতের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার চরমহল্লা ইউনিয়নের মাটিয়ারচর গ্রামের আব্দুল মনাফের পুত্র আব্দুল জলিল, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের
নিরঞ্জন রবি দাসের পুত্র হৃদয় রবি দাস ও আলমগীর হোসেনকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামীদেরকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।