বিবিএন নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় সরকারি খালের ওপর অবৈধভাবে নির্মিত চারটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে পৌরসভার হবিবপুর শাহপুর মাদ্রাসা পয়েন্ট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে প্রশাসনের লোকজন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
জানা যায়, ওই এলাকার এনামুল হক, রাগীব আলী, নুর মিয়া, ও মইনুদ্দিন সরকারি খালে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে পাকা দোকানঘর নির্মাণ করে দখলভোগ করে আসছিলেন।এমন অভিযোগের ভিত্তিত্বে প্রশাসনের পক্ষে গতকাল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, অবৈধভাবে সরকারি খালের ওপর পাকা দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন দখলদাররা। অভিযানকালে কোন বৈধ
কাগজপত্র দেখা না পারায় চারটি স্থাপনা উচ্ছেদ হয়েছে।