filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;
ছাতক প্রতিনিধি:
ছাতকের গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সোনা মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত একটায় বেরাজপুর গ্রামে এঘটনা ঘটে।
তিনি, উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের
বেরাজপুর গ্রামের মৃত মুসলিম আলীর পুত্র সোনাফর আলী (৭০)।
জানা যায়, উপজেলার বেরাজপুর গ্রামের ময়না মিয়া, ফরিদ মিয়া, তাজ উদ্দিন, ফাহিম, জাকির, কয়েস, সেলিনা বেগম, রেদওয়ান ও গ্রামের সোনাফর আলী, যায়েদ হোসেন, আলী হোসেন পক্ষদ্বয়ের মধ্যে পিডিবির বিদ্যুৎ লাইন নড়াচড়ার বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থীনীয়রা সালিশ বৈঠকের ব্যবস্থা করেন। বৈঠক চলাকালে তাজ উদ্দিন গংরা উত্তেজিত হয়ে অশালীন আচরন করায় মুরব্বিরা উভয় পক্ষকে বৈঠকস্থল থেকে বিদায় করে দেন। বৈঠকস্থলে বসা সোনাফর আলীর উপর হামলা চালায় প্রতিপক্ষ তাজ উদ্দিন গংরা। এসময় সোনাফর আলী মাটিতে লুটে পড়েন। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এঘটনায় রাতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন নাই।