• ৩০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পাকিস্তানের অপারেশন ‘বুনইয়ানুম মারসুস’ অর্থ কী ?

bilatbanglanews.com
প্রকাশিত মে ১০, ২০২৫
পাকিস্তানের অপারেশন ‘বুনইয়ানুম মারসুস’ অর্থ কী ?

বিবিএন নিউজ:

ভারতের হামলার বিরুদ্ধে অপারেশন ‘বুনইয়ানুম  মারসুস’ পরিচালনা করেছে পাকিস্তান। শুক্রবার (৯ মে) রাতে দেশটির তিনটি ঘাঁটিতে হামলা করে ভারত। এর পরিপেক্ষিতে ওই হামলা করে পাকিস্তানি বাহিনী।

পাকিস্তানের আইএসপিআর এই নামকরণের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে। নামটি আরবি শব্দ বুনইয়ানুম মারসুস থেকে নেয়া হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের একটি আয়াতে এই শব্দটির উল্লেখ আছে।

 

বুনইয়ানুম মারসুস অর্থ “কঠোর সীসা দিয়ে তৈরি একটি প্রাচীর”, যা শক্তি, সংহতি এবং দুর্ভেদ্যতার প্রতীক। কোরআনের বর্ণনায় বানিয়ান উন মারসুস বলতে তাদের বোঝানো হয়েছে, যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে সীমা বা লোহার দেয়ালের মতো শক্ত থাকে।

 

মূলত সূরা আল-সাফ থেকে এই নামটি অনুপ্রেরণা হিসেবে বেছে নেয়ার কথা জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। যেখানে একটি শক্ত, সুগঠিত কাঠামো হিসাবে আল্লাহর পথে লড়াইকারীদের প্রশংসা করা হয়েছে।