• ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের ছাতকে সাজাপ্রাপ্ত ও সিএনজি চুরির মামলায় ৪ আসামী গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত মে ৯, ২০২৫
সুনামগঞ্জের ছাতকে সাজাপ্রাপ্ত ও  সিএনজি চুরির মামলায় ৪ আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে সিএনজি চুরির মামলায় ৩জন ও সাজাপ্রাপ্ত ১আসামীসহ পলাতক ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন, এস আই বিন আমিন, এএসআই তোলা মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে সিএনজি চুরির মামলার ৩ জন ও সাজাপ্রাপ্ত পলাতক মামলার ১আসামীসহ মোট ৪জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রামের সোনাহর আলীর পুত্র বেলায়েত হোসেন রনি (৩০), মৃতঃ ওয়াছির মিয়ার পুত্র আঙ্গুর মিয়া (২৫), মৃতঃ আব্দুল আউয়ালের পুত্র জসিম উদ্দিন (৩২) ও পৌরশহরের তাতিকোনা গ্রামের মকবুল আলীর পুত্র মোশাহিদ আলীকে গ্রেফতার করা হয়েছে।

 

থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ

আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ জন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।