• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইউএনও র প্রত্যাহার চেয়ে লংমার্চ, ১০ দিনের মধ্যে প্রত্যাহারের আশ্বাস এডিএম এর

bilatbanglanews.com
প্রকাশিত মে ৮, ২০২৫
ইউএনও র প্রত্যাহার চেয়ে লংমার্চ, ১০ দিনের মধ্যে প্রত্যাহারের আশ্বাস এডিএম এর

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পদত্যাগসহ ৩ দফা দাবিতে লংমার্চ করেছে ছাত্র জনতা ও সাধারণ নাগিরক সমাজ।

বৃহস্পতিবার সকাল ১০টা উপজেলার চালবন কৃষাণচত্বর থেকে লংমার্চ শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে জমায়েত হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করেন। এসময় ছাত্র জনতা ও সাধারণ নাগরিক সমাজ মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে উপজেলা পরিষদ এলাকা।

বিগত সরকারের রিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের অপসারণ, দুর্নীতি, অনিয়মের বিচার, চলতি মাসের ৪ তারিখ শান্তিপূর্ণ মানববন্ধনে হামলায় জড়িতেদের আইনের আওতায় আনা, উপজেলার পর্যটন ও উন্নয়ন ধ্বংসের জন্য এ ইউএনও’র দায়বদ্ধতা তুলে ধরার দাবি জানান আন্দোলনকারীরা।

বক্তব্য দেন সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমনুদ্দুজা ইমন

শফিকুল ইসলাম জনি, বিক্ষোভের মাঝেই ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ডিডি এলজি মোহাম্মদ রেজাউল করিম। পরে তিনি আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আলোচনায় বসেন। তখন তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানকে দশ কর্মদিবসের মধ্যে প্রত্যাহার ও হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক।