সুনামগঞ্জ প্রতিনিধি:
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৪ তম ও জাতীয় কবি নজরুল ইসলাম-এর ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার ( ০৬ মে) বেলা ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সুনজিত কুমার চন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, পিটি আই সুপার দিপঙ্কর মোহন্ত, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী পাবেল, সমবায় কর্তকর্তা মাসুদ আহমদ, জেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক মোতাছিন বিল্লাহ প্রমুখ।
পৃথক পৃথকভাবে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত হয়।
দিবসগুলোতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও কবিতা অবৃতি এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।