• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ছাতকে লন্ডন ভিত্তিক সামাজিক সেবামূলক সংগঠন বন্ধু-বান্ধব ইউকের সংবর্ধনা

bilatbanglanews.com
প্রকাশিত মে ৪, ২০২৫
সুনামগঞ্জে ছাতকে লন্ডন ভিত্তিক সামাজিক সেবামূলক সংগঠন বন্ধু-বান্ধব ইউকের সংবর্ধনা

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জে ছাতকে লন্ডন ভিত্তিক সামাজিক সেবামূলক সংগঠন বন্ধু-বান্ধব ইউকের সদস্যদের সম্মানে সংবর্ধনা ও মতবিনিময় সমা‌বেশ করেছে বন্ধু-বান্ধব বিডি গ্রুপের সদস্যরা। শনিবার রাত ৮টায় উপজেলার জাউয়াবাজার এলাকার রয়েল কনভেনশন হলে এ সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জাউয়াবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক, বিএনপি নেতা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা সাবেক মেম্বার আব্দুর রহিম এবং বিএনপি নেতা আব্দুল মুক্তাদির আলমগীরের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট শিল্পপতি ডাক্তার মামুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বন্ধু-বান্ধব ইউকে গ্রুপের অন্যতম উদ্যোক্তা, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল দয়াছ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, ভার্চুয়ালে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বন্ধু-বান্ধব ইউকে গ্রুপের মোহাম্মদ আব্দুল খালিক খান, মোহাম্মদ সুজন, মুজাহিদুর রহমান, মোহাম্মদ কবির আহমেদ, কবি সাহেব আলী, আব্দুল গানি, আবুল হাসনাত, আমিনুর রহমান, আঙ্গুর মিয়া, শাহজাহান আলী ও নিজাম মিয়া, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা রওশন খান সাগর, আবুল কাশেম নাঈম, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা লুৎফুর রহমান জায়গিরদার, জাউয়াবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি কবি আসাদুর রহমান আসাদ, বিএনপি নেতা নুরুল আলম, ছাতক উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম আলী রাসেল, শাহমীর আহমদ আব্দুল হাই লিপু, এনামুল হক, লিলু মিয়া প্রমুখ।

 

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আব্দুল ওয়াদুদ লুদু ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ।

 

পরে বন্ধু-বান্ধব বিডি গ্রুপের পক্ষ থেকে বন্ধু-বান্ধব ইউকে গ্রুপের সদস্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ, আবদুল ওয়াহিদ, আবু বক্কর, হুমাইয়ুন রশিদ, আক্তার হুসেন সুমন, শাহজাহান হুসেইন ও বদরুল আমিনকে সম্মানা হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রায় পাঁচ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।#