• ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতকে রয়েল কারখানাকে ৫০হাজার টাকা জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫
ছাতকে রয়েল কারখানাকে ৫০হাজার টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি:

ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রয়েল বেকারি কারখানায়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে পৌরশহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তরিকুল ইসলাম। এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, অভিযানে দেখা যায়, রয়েল বেকারিতে অস্বাস্থ্যকর ও খুব নোংরা পরিবেশে ও স্বাস্থ্যবিধি না মেনে খাদ্য তৈরি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সেকশন ৪৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৭ দিনের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।