সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে ২৩ এপ্রিল বুধবার দুপুরে সুনামগঞ্জ শহীদ জগতজোতি পাবলিক লাইব্রেরির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক এডভোকেট হুমায়ুন মঞ্জুরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে,অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, চিকিৎসক ডাঃ সৈয়দ মনোওয়ার আলী,এডভোকেট রবিউল লেইস রোকেশ, পৌর জামায়াতের আমির এডভোকেট শামসউদদীন, এডভোকেট বজলুর রশিদ, সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এডভোকেট মাসুক আলম, আ ত ম মিসবাহ, আবুল কালাম আজাদ, নুরুল হক আফিন্দি,আব্দুর রব, জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক,নজরুল ইসলাম, পৌর বিএনপি’র আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, ফারুক আহমদ লিলু, মুর্শেদ আলম, সাংবাদিক বিজন সেন রায়,অধ্যক্ষ শেরগুল আহমেদ, পংকজ কান্তি দে,সাংবাদিক খলিল রহমান, স্বপন বর্মন, আব্দুল আউয়াল, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাকিব প্রমুখ।
সংবাদ সম্মেলনে দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে স্থাপন সহ অন্যান্য দাবী জানান। এর মধ্যে অন্যতম দাবী হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফ্যাসিবাদের দোসর তাকে প্রত্যাহার করার, সিলেটের কৃতি সন্তানদের মধ্য থেকে ভিসি নিয়োগ, ফ্যাসিবাদী সময়ে গঠন করা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বাতিল ঘোষনা করে সুনামগঞ্জের শিক্ষাবিদ, বিদ্যুতেসাহী,সুধীজন থেকে সিন্ডিকেট সদস্য করতে হবে,জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তা ও তৃতীয়, চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অগ্রাধিকার দিতে হবে,ডিঙ্গি নৌকার আদলে উদ্ভট বিশ্ববিদ্যালয়ের লোগো বাতিল করে সুনামগঞ্জের ঐতিহ্য ও শিক্ষার তাৎপর্যপূর্ণ নতুন লোগো করতে হবে,শান্তিগঞ্জ আওয়ামীলীগের কার্যালয়ে অস্থায়ী ছাত্রী নিবাস করে দেয়ায় শিক্ষার্থীরা আতঙ্কে আছেন। এই আতঙ্ক অমূলক নয়। এটি সুনামগঞ্জ জেলা সদরে স্থাপন করে শিক্ষার্থীদের শংঙ্কা দুর করতে হব।