সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সিলেট মহাসড়কের মদনপুরস্হ সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সমস্যা সমাধানের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ এপ্রিল সকাল ৯ টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ ও ডীন ডাঃ জিয়াউর রহমান, সিলেট স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় পরিচালক ডাঃ আনিসুর রহমান, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান, সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন, গণপূর্ত অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজের বিভিন্ন স্তরের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবী দাওয়া দ্রুত পুরনের জন্য অনুরোধ করেন। শিক্ষার্থীদের আশ্বাস প্রদান করে বলা হয় তাদের দাবী পূরণের জন্য দ্রুত সব ধরনের কর্মকান্ড করা হবে। নব নির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজের কাজের অগ্রগতির রিপোর্ট ও তাদের অবগত করা হয়। এবং জানানো হয় যদি মন্ত্রণালয় জনবল নিয়োগ করার অনুমতি প্রদান করেন তাহলে আগামী ডিসেম্বর মাসেই হাসপাতাল চালুর সম্ভাবনা রয়েছে। আপাতত সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে ব্যবহারিক ক্লাস করার জন্য বাসের ব্যবস্থা করা হবে। সপ্তাহের ছয় দিন ক্লাস করা যাবে। তিনজন কনসাল্টেন্ট নিয়োগ করার সিদ্ধান্তের কথাও জানান হয়। শিক্ষার্থীদের অনুরোধ করা হয় তারা যেন আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যান। শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্লাসে ফেরার ইতিবাচক মনোভাব পোষণ করেছেন তবে তাদের পক্ষ থেকে ক্লাসে ফেরার কোন ঘোষনা দেয়া হয়নি। গণপূর্ত অধিদপ্তর নির্বাহ প্রকৌশলী নাজমুল হাসান জানান অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই সুনামগঞ্জ মেডিকেল কলেজ ভবন সমঝিয়ে দিতে পারব এবং আউটডোর জুনের ভেতর সমঝিয়ে দেয়া যাবে কারণ আমাদের কাজ দ্রুত চলমান। সুনামগঞ্জ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রিয়াস চন্দ্র দাস জানান সমস্যা সমাধানের জন্য একটি বৈঠক হয়েছে। আমরা আবার ও বসে সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের আন্দোলন স্থগিত আছে তবে ক্লাসে ফেরার কোন স্দ্ধিান্ত এখনও হয়নি।