filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
ছাতক প্রতিনিধি:
সাওতুল মাদীনা তাহফিজুল কোরআন মাদরাসায় নাজেরা সমাপ্ত ছাত্রদের হিফজের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ যোহর জালালাবাদ থানার সোনাতলাস্থ মাদরাসা হল রুমে এমাহফিল অনুষ্টিত হয়।
আনুষ্ঠানিক ভাবে হিফজের সবক প্রদান করেন বিশ্বনাথের ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আলহাজ্ব আব্দুস শহিদ বড় হুজুর। তিনি শিক্ষার্থীদের কুরআন হিফজের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনাও প্রদান করেন।
এসময় মাওলানা শামসুল হক নুরী, হাফিজ শামীম আহমদ, আব্দুস সোবহান, হাবিবুর রহমান, শাহাব উদ্দিন তালিকদার, হাফিজুর রহমান, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, প্রতিষ্টান প্রধান হাফিজ মাওলানা আশফাকুজ্জামান আদনান, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, শিক্ষক সাইফুর রহমান তালুকদার, শিক্ষক কামিল আহমদ, শিক্ষক সাদিকুর রহমান।
হিফজে সবক নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও অক্ষুন্ন থাকবে একমাত্র মহাগ্রন্থ আল কুরআন। আজ আমাদের খুব আনন্দ লাগতেছে, কারণ তারা নাজেরা পর্ব শেষ করে হিফজের সবক শুরু করেছে। আমাদের বিশ্বাস এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন সমাজ ও দেশ আলোকিত করবে।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন হাফিজ আলহাজ্ব আব্দুস শহিদ বড় হুজুর।