• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে পাগল হাসান স্বরনে আলোচনা সভা ও স্বরন উৎসবে লাখো দর্শকের ডল

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৫
ছাতকে পাগল হাসান স্বরনে আলোচনা সভা ও স্বরন উৎসবে লাখো দর্শকের ডল

ছাতক প্রতিনিধি:

ছাতকে প্রখ্যাত কন্ঠ শিল্পী মরহুম মতিউর রহমান ওরফে পাগল হাসান স্মরণে আলোচনা সভা ও বিশাল স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ছাতক গোবিন্দগঞ্জ সড়কের প্রস্তাবিত পাগল হাসান চত্তর সংলগ্ন বিশাল মাঠে এ উৎসব অনুষ্টিত হয়।

 

পাগল হাসান স্মৃতি পরিষদের আহবায়ক ইজাজুল হক রনির সভাপতিত্ব ও হেপী জান্নাতের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও গান পরিবেশন করেন দেশের প্রখ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল,

বিশেষ অতিথি হিসেবে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী এফ এ সুমন, কিশোর পলাশ, পারভেজ খান, বন্যা তালুকদার, সাংবাদিক এইচ এম খালেদ সহ সিলেট সুনামগঞ্জের আরো অনেক শিল্পী।

 

বিকেল ৩ টায় অনুষ্ঠান শুরু হলেও আলোচনা ও আসিফ আকবরের গানের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্টান শেষ হয়। ২য় পর্ব সন্ধ্যার পর শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত চলে।

অতিথি ও স্থানীয় শিল্পীবৃন্দের গানে গানে রাত ১২ টার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মনোজ্ঞ এই অনুষ্ঠানে এফ এ সুমন, কিশোর পলাশ, পারভেজ খান, বন্যা তালুকদার পাগল হাসান রচিত গানগুলো বেশি পরিবেশন করেন।

এসময় স্থানীয় শিল্পীরা ও লাখো দর্শকদেরকে গানে-গানে মাতিয়েছেন। অনুষ্ঠানে পাগল হাসানের মা, স্ত্রী, দুই ছেলে, পাগল হাসান স্মৃতি পরিষদের সদস্য, উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ, পুলিশ, সাংবাদিক, সেনাবাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা ও লাখো নারী-পুরুষ দর্শক ও দেশের বিভিন্ন এলাকা থেকে পাগল হাসানের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।