• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপির কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন আহমেদ মিলনের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে-মসজিদে দোয়া

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৫
বিএনপির কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন আহমেদ মিলনের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে-মসজিদে দোয়া

ছাতক প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা ছাতক উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

তিনি বৃহস্পতিবার থেকে ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিবনগর জামে মসজিদ, রাধানগর জামে মসজিদ, শ্রীনগর জামে মসজিদ, দিঘলবাখ জামে মসজিদ, দিঘলী চাকলপাড়া জামে মসজিদ, দিঘলী রামপুর জামে মসজিদ, রাধানগর দক্ষিণপাড়া জামে মসজিদ, গোপাল নগর জামে মসজিদ, নোয়াগাঁও জামে

মসজিদ, তেঘরি জামে মসজিদ,

 

গোবিন্দ গঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ পয়েন্ট জামে মসজিদ, কলেজ মসজিদ, তকিপুর জামে মসজিদ, গোবিন্দনগর জামে মসজিদ, গোবিন্দগঞ্জ নয়াবাজার জামে মসজিদ, সুহিতপুর ইলিয়াস আলী জামে মসজিদ, মোল্লাআতা জামে মসজিদ,

ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার জামে মসজিদ, দোলার বাজার ইউনিয়নের পালপুর জামে মসজিদ, বুরাইয়া জামে মসজিদ, বুরাইয়া কামিল মাদ্রাসা মসজিদ, দোলারবাজার জামে মসজিদ,

উত্তরখুরমা ইউনিয়নের গাবুরগাঁও জামে মসজিদ, গদারমহল জামে মসজিদ, ছাতক ইউনিয়নের কাজিহাটা নোয়াগাঁও জামে মসজিদ, আন্দারী গাঁও জামে মসজিদ, দক্ষিণ খুরমা ইউনিয়নের মালিকান্দি জামে মসজিদ, কাশিপুর জামে মসজিদ, চরমহল্লা ইউনিয়নের আশাকাচর গ্রাম জামে মসজিদ, মজুমদারীচর জামে মসজিদ, পৌরসভার বাগবাড়ি

কেন্দ্রীয় জামে মসজিদ, কালারুকা ইউনিয়নের শাহ মুজাম্মিল আলী(রহ)এতিমখানা ও মাদরাসা জামে মসজিদ সহপৌর সভা ও উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদে কলিম উদ্দিন আহমেদ মিলনের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।