এনামুল হক, বার্মিংহাম:
যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশী কমিউনিটির সর্ব বৃহৎ জামে মসজিদ ও ইসলামিক সেন্টার এর উদ্যোগে এক ঈদ পূর্ণমীলনী অনুষ্ঠান স্থানীয় আল মিরাজ সেন্টারে অনুষ্ঠিত হয়।
১৪ ফেব্রুয়ারি সোমবার রাতে বার্মিংহাম নগরীর কভেন্ট্রি রোডে অনুষ্ঠানে জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সকল ট্রাষ্টি মেম্বার, সহযোগি প্রতিষ্ঠান দারুল উলুম ইসলামিক হাই স্কুল, রহিম একাডেমি, আল মিরাজ সেন্টার সহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা, মসজিদের ইমাম, খতিব, শিক্ষক, কর্মচারীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেএমআইসি’র জয়েন্ট সেক্রেটারি নাজমুল হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সেক্রেটারি নুরুল হক জেপি, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল ও হেড ইমাম শায়খ শহিদুল্লাহ আজহারী, ইমাম ও খতিব শায়খ হাবিবুল গফফার, মসজিদের ট্রাষ্টি তোফায়েল আহমদ, আব্দুস সালাম মাসুম, শাহদুল ইসলাম, হাবিবুর রহমান, বাবুল মিয়া, হেড অব ইসলামিয়া ডক্টর আব্দুল মতিন, রহিম একাডেমির প্রধান মাওলানা সিদ্দিক আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটির সেবায় জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের সকল সহযোগী প্রতিষ্ঠান সব সময় বদ্ধ পরিকর। প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের সীমিত সামর্থ্য ও সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চটুকু দিয়ে কমিউনিটির পাশে থাকার চেষ্টা করছে। বক্তারা আরও বলেন, সম্প্রতি দারুল উলুম ইসলামিক হাই স্কুল প্রত্যাশার চেয়েও ভাল রেজাল্ট উপহার দিয়েছে। এবং সকল পরিসংখ্যানে দারুল উলুম এগিয়ে রয়েছে বলে জানান তারা।
অনুষ্ঠানে বক্তারা জেএমআইসির আগামীর পথচলায় এবং সকল সহযোগী প্রতিষ্ঠানের পথ চলায় কমিউনিটির সকল মানুষের সহযোগিতা কামনা করেন বিশেষ করে দারুল উলুম এবং রহিম একাডেমিতে কমিউনিটির সন্তানদের ভর্তি করার জন্য কমিউনিটি মানুষের সুদৃষ্টি কামনা করেন।