• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অবৈধ বালু খেকোদের ঠেকাতে রক্তি নদীতে বাঁশের বেড়া। 

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫
অবৈধ বালু খেকোদের ঠেকাতে রক্তি নদীতে বাঁশের বেড়া। 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বৃহত্তর দুটি বালু-পাথর মহাল যাদুকাটা ১ ও যাদুকাটা ২ গত ৩০ চৈত্র ১৪৩১ বাংলা সন পর্যন্ত ইজারার সময়সীমা শেষ হওয়ার পর ১ বৈশাখ ১৪৩২ বাংলা থেকে জেলা প্রশাসনের নির্দেশে মহাল দুটোর বালু-পাথর উত্তোলন ও পরিবহণ সম্পূর্ণ বন্ধ ঘোষনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় অবৈধ বালু-পাথর খেকোদের ঠৈকাতে ১৬ এপ্রিল দুপুরে তাহিরপুর উপজেলার আনোয়ার পুর সংলগ্ন যাদুকাটা নদীর প্রবেশস্থল রক্তি নদীর মুখে উপজেলা প্রশাসন বাশেঁর বেড়া দিয়েছে। সেই সাথে লাল নিশান ও টানানো হয়েছে।

তাহিরপুর উপজেলার ইউএনও আবুল হাসেম জানান, ১ বৈশাখ ১৪৩২ বাংলা সন থেকে যাদুকাটা নদীতে বালু-পাথর উত্তোলন ও পরিবহণ বন্ধ আছে। বালু-পাথর বাহী কোন নৌকা প্রবেশ করতে দেয়া হচ্ছেনা । তারপরও বলা যায় না যদি কেউ অবৈধ বালু-পাথর উত্তোলন ও পরিবহণ করতে না পারেন এজন্য রক্তি নদীর আনোয়ারপুর সংলগ্ন প্রবেশস্থল আটকে দেয়া হয়েছে। কেউ আইন লঙ্গন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।