নিজস্ব প্রতিবেদক:
সরকার প্রশাসন রাজনীতির খেলা বড়ই অদ্ভুত জটিল কঠিন। এমন একদিন হয়তো আসবে বিএনপিতে আমার মতো অনেকের কোন পরিচয়ই থাকবে না। তবুও ভালোবেসে যাব প্রিয় বিএনপিকে। কারণ বিএনপিকে আমি কিছু দিতে না পারলেও জীবনের অতি মুল্যবান ৩৩টি বছর কাটিয়েছি বিএনপির প্রতি গভীর ভালোবাসায়। রাজনীতি এমনই হয়, একজন এগিয়ে যাবে অন্যজন পরিস্থিতির শিকার হয়ে নিরব নিস্প্রভ হবে। ২০২৩সালের ১৩ই অক্টোবর ইউকে-তে এসেছিলাম সংক্ষিপ্ত সফরে (তৃতীয় বারের মতো), যথারীতি সফর শেষ করে ২৪শে নভেম্বর ২০২৩ইং বাংলাদেশে ফিরে যাই। ডামি মার্কা একদলীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী আওয়ামী সরকারের পুলিশ লীগের তান্ডব ছিল ভয়াবহ। বিএনপির নেতাকর্মীর উপর গায়েবি মামলা, জুলুম নিপিড়ন হয়রানি আর গণগ্রেফতারের আতঙ্কে আমাকেও পালিয়ে আত্মগোপনে থাকতে হয়েছিল এক মাসের অধিক সময়। সেই বিভীষিকাময় দিন গুলোতে আত্মগোপনে থেকে স্ত্রী সন্তানদের সাথে লুকিয়ে বিভিন্ন বাসায় দেখা করা ছিল নিদারুণ কত কষ্টের। সেই সময়ে নির্মম কিছু ঘটনা হয়তো গোপনই থেকে যাবে, শুধু নিরবে বদলে গেছে জীবনের গতিপথ। প্রায় ১৭ বছরে বিএনপির অগণিত নেতাকর্মীর সীমাহীন কষ্ট আর অবর্ণনীয় ত্যাগের সাফল্য ৫ই আগস্ট ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। সেই সংগ্রাম কিন্তু এখনও শেষ হয়নি। সব সময় রাজনৈতিক পরিচয় শুধু বড় নয়, দেশপ্রেম মানবতা না থাকলে রাজনৈতিক পরিচয়টাও মুল্যহীন। বড় বড় নেতাদের অর্বাচিনের মতো বক্তব্য আর বিভিন্ন অঞ্চলে কিছু কিছু নেতাকর্মীদের নেতিবাচক কর্মকান্ডের কারণে রাজনীতি আজ কলুষিত।
শুধু কি এক দিনেই শেখ হাসিনার ক্ষমতার সাম্রাজ্য তছনছ হয়েছিল! সত্যি কি তা একদিনে হয়েছিল? আওয়ামী লীগের ১৬ বছরের সীমাহীন ভুল, ক্ষমতার কেন্দ্র বিন্দুতে লক্ষ লক্ষ পাপীদের তাসের ঘর- পাপের পাহাড় ছাড়া তাদের আর কিছুই ছিল না। তাই তো মহান আল্লাহ দেখিয়েছেন তার কুদরতি কেরামতি। যে কারণে জনগণের চাপা ক্ষোভ আর ঐক্যবদ্ধ বিপ্লবী শক্তির কাছে তাসের ঘর ভেঙে খানখান হয়ে যায়। তাদের ভুল থেকে অন্তবর্তী সরকার, বিএনপি, NCP নিশ্চয়ই অনেক কিছু শিখবে? যদি না শিখে তাহলে নতুন ইতিহাসের নির্মমতার জন্য একটু অপেক্ষা করতে হবে। একজন মডেল মেঘনা আলম আজ আলোচনায়, তাকে গ্রেফতারে প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল কেন বিতর্কিত? ডিবি প্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিম মল্লিক’কে। বিষয়টি খুব হালকা পাতলা নয়, ঘটনার আড়ালের গল্প- অবিনাশী ক্ষমতার ধন্ধ। ক্ষমতা আঁকড়ে রাখা আর ক্ষমতা গ্রহণ করা এসবের বেড়াজালে নতুন বাংলাদেশ নির্মাণের আকাঙ্খা যেন হারিয়ে না যায়।
বাংলাদেশটা হউক সবার উপরে। সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই হউক সকলের অঙ্গীকার।
লেখক:- মোঃ নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান।