বিবিএন নিউজঃ
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম ওরফে রাইজুল (৭৪) গ্রেপ্তারের পর কারাগারে অসুস্থ হয়ে পড়েন। বুধবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
রিয়াজুল ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তাঁর এক ভাতিজা আবু বক্কর। তিনি জানান,বুধবার রাত ১০ টা ২০ মিনিটের সময় তাঁর মৃত্যু হয়। লা*শ হাসপাতালের হিমাগারে আছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হৃদ্রোগ,শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন।
এ ব্যাপারে কথা বলার জন্য সুনামগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মাইন উদ্দিন ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগা যোগ করা হয়েছে তিনি ফোন রিসিভ করেননি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে রিয়াজুল ইসলামকে গত ৩০ মার্চ গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে,রিয়াজুল ইসলাম উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা ও পুর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দীর্ঘদিন বেলজিয়ামে ছিলেন। তাঁর তিন ছেলে ও দুই মেয়ের সবাই যুক্তরাজ্যপ্রবাসী। বিগত ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তাঁর ভাতিজা আবু বক্কর আরো বলেন, ৪ এপ্রিল তাঁরা জানতে পারেন, কারাগারে তিনি গুরুতর অসুস্থ, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ঈদের পরদিন ঘটনা হলেও কারাগার থেকে জানানো হয়েছে তিন দিন পর। এরপর অবস্থার অবনতি হলে কারাগার থেকে তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হয়। এরপর বুধবার রাতে তিনি মারা যান।