• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শক্তি ক্ষমতার কাছে যোগ্যতা মূল্যহীন, যে কারণে NCP’র মতো নতুন সংগঠনের জন্ম হয়। মো: নিজাম উদ্দিন

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫
শক্তি ক্ষমতার কাছে যোগ্যতা মূল্যহীন, যে কারণে NCP’র মতো নতুন সংগঠনের জন্ম হয়। মো: নিজাম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:

মনোযোগী শ্রোতা না হলে ভালো বক্তা হওয়া যায় না, ধ্যানমগ্ন পাঠক না হলে কখনও ভালো লেখক হওয়া যায় না।

অন্তত জীবনে কিছু ভালোকে গ্রহণ করুন ভালোকে আঁকড়ে ধরুন, আপনিও একদিন হতে পারেন ভালোদের দৃষ্টান্ত। বিশ্বজয়ী মানুষদের গল্প পড়ুন, জগৎ বিখ্যাত মানুষের জীবন সংগ্রামের সফল্যের গল্প কিন্ত খুব সহজে রচিত হয়নি। লক্ষ্য স্থির করে সংগ্রাম শুরু করুন সাফল্য আসবেই। কোন একদিন আপনি হয়ে যাবেন কারো গল্পের উপাদান।

পানিতে ডুবে যাওয়ার ভয় থাকলে কখনও সাঁতার শিখা হবে না। হরিণ শিকারে গেলে বাঘের আক্রমণে পড়তে পারেন তাই যে কোন পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল জেনে নিন, নিজেকে সাহসী করুন। আমি মনে করি হরিণ শিকারে গিয়ে বাঘের আক্রমণে পড়ার চাইতে হরিণ শিকারে না যাওয়াই তো ভালো। সখের বশে অপ্রয়োজনে জীবনের ঝুঁকি নেওয়া নেহায়েতই বোকামি।

বিপদে বন্ধুর পরিচয় একশো জন বেঈমান মোনাফেক সার্থপর বন্ধুর চাইতে একজন বিশ্বস্ত ঈমানদার বন্ধু উত্তম। শোকেসে শত শত বই বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য না রেখে, দুই একটি ভালো বই হৃদয় মস্তিষ্কে যত্নে রাখুন ভালো বন্ধুর মতো আলোর পথ দেখাবে।

জীবন চলার পথে অন্তত একজন বন্ধুকে আপন করে কাছে রাখুন, মন খোলে তাঁর সাথে গল্প করুন, চলার পথ খুব সহজ হবে।

বিশ্বস্ত মনে করে নিজের দূর্বলতা বা এমন কোন গোপন কথা আপন ভেবে প্রকাশ করার আগে একবার ভাবুন তো, এই আপন বন্ধুটি যদি কোন পরিস্থিতিতে শত্রু হয়ে যায় কতটা বিপর্যয় আসতে পারে জীবনে। হতে পারেন সমাজ বঞ্চিত আইনের কাছে অপরাধী, কিংবা হতে পারে তার চাইতেও বেশি কিছু ক্ষতি। কারও দুস্কর্মের কথা জেনেছেন কিংবা বিশ্বাস করে কোন বন্ধু তার জীবনের এমন কিছু গোপন কথা আপনাকে বলেছে তার বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখুন। নিশ্চয়ই আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ।

কিছু ব্যক্তি স্বার্থের জন্য স্থান পরিবর্তন করে ওয়াদা ভঙ্গ করে, এরা মানসিক ভাবে দরিদ্র এদের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করলে আপনি ঠকবেন। নতুন জন্ম নেওয়া সংগঠন জাতীয় নাগরিক পার্টীর নেতারা আগে কেমন ছিলেন কোথায় ছিলেন?

স্বার্থপর ব্যক্তিকে লোভ লালসা সুবিধা দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না, কারণ সে অন্যত্র বেশি পেলে সেথায় চলে যাবে।

কিছু মানুষ কারণে অকারণে বদলে যায়, স্বার্থ যেখানে তারা সেখানে, ভালো এবং মন্দের আলোচনা সে কারণেই হয়ে থাকে।

 

আমি যে কোন ভালোকে অনুসরণ করি তাই মুগ্ধ শ্রোতা এবং ভালো পাঠক হওয়ার চেষ্টা করি। সমাজ রাজনীতির অসঙ্গতি দেখে প্রিয় কবির মতো দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যা আসে কই মূখে। কেউ হয়তো বিশ্বাস করেনি তাই বিশ্বাস ভঙ্গের প্রয়োজন হয়নি।

জীবন যেখানে যেমন মানিয়ে নিতে হয় তেমন করে, অনেকে তা পারলেও আমি পারিনা।

সময় আমাকে প্রশ্ন করে ফেইসবুক তোমাকে কত সুযোগ দিয়েছে কিছু লিখার চেষ্টা করো, তাই অদম্য ইচ্ছা লুকিয়ে রাখা যায়নি। শিখতে চেষ্টা করি সে কারণেই একটু আধটু লিখে থাকি মনের খেয়ালে আত্মশুদ্ধি মানবিক ভাবনা থেকে। প্রেরণা পাই অনেক প্রিয়জনের, তাই কিছু লিখতে চেষ্টা করি আমার মতো করে।

আমি নগণ্য আমার যোগ্যতা খুব অল্প, আমার হারানোর কোন ভয় নেই। শক্তি ক্ষমতার কাছে যোগ্যতা অনেক ক্ষেত্রে মূল্যহীন, যে কারণে NCP এর মতো নতুন সংগঠনের জন্ম হয়।

মোঃ নিজাম উদ্দিন,সাবেক চেয়ারম্যান

খুরমা (উত্তর) ইউনিয়ন পরিষদ,ছাতক সুনামগঞ্জ।