• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং ইসরাইলী পণ্য বর্জনের দাবীতে সুনামগঞ্জ উত্থাল।

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫
ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং ইসরাইলী পণ্য বর্জনের দাবীতে সুনামগঞ্জ উত্থাল।

সুনামগঞ্জ প্রতিনিধি:

ফিলিস্তিনের উপর ইসরাইলের গণ হত্যার প্রতিবাদ এবং ইসরায়েলি পণ‍্য বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সুনামগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলা গুলোও উত্থাল। সোমবার সকাল থেকেই বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে সভা সমাবেশ করে এর প্রতিবাদ জানায়।

সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় সুনামগঞ্জ ইমাম-মুয়াজ্জিন পরিষদ ও তাওহিদী জনতার ব‍্যানারে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

‘হাসবে গাজার শিশু, কাঁদবে নেতানিয়াহু’ ধ্বংস ধ্বংস ধ্বংস হউক, ইসরায়েল ধ্বংস হউক’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ ইমাম-মুয়াজ্জিন পরিষদের সভাপতি ও পূর্ব বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আবু সাঈদ।

সভায় স্বাগত বক্তব‍্য রাখেন মদনীয়া মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ মাও. আব্দুল বছির। সভায় আরও বক্তব‍্য রাখেন বাহাদুরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাও. তফাজ্জুল হক আজিজ, তেঘরিয়া আয়েশা সিদ্দিকা (রা.) মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আনোয়ার হোসেন, মাও. তৈয়বুর রহমান চৌধুরী, আবাবিল নুরানী মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাও. নুর হোসেন, কাজির পয়েন্ট মসজিদের ইমাম ও খতিব ইলিয়াস আহমেদ, মাও. আক্তার হোসেন, মাও. কামরুজ্জামান, মাও. মুজিবুর রহমান, মাও. আব্দুর রকিব, মাও. জসিম উদ্দিন, শায়েখ মাও. আব্দুল্লাহ, হাফেজ মাও. আব্দুশ শহীদ, হাফেজ মাও. জয়নাল আবেদীন, হাফেজ রমজান আলী, মাও. তাজ উদ্দিন, শাখাওয়াত হোসেন মোহন প্রমূখ।

বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ একটি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানান। সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান, নায়েবে আমীর এডভোকেট শামসউদদীন,মোমতাজুল হাসান আবেদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।