• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া ঠেকসই সংস্কার সম্ভব নয় – মিজান চৌধুরী

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫
গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া ঠেকসই সংস্কার সম্ভব নয় – মিজান চৌধুরী

বিবিএন নিউজ:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক জনতার দল হিসেবে বিএনপিও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার চায়। তবে গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া ঠেকসই সংস্কার সম্ভব নয়। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফাতে রাষ্ট্রের মৌলিক সকল সংস্কার বিদ্যমান রয়েছে। অন্তর্র্বতী সরকারের উচিত মৌলিক সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করা। দীর্ঘ সময়ে অনির্বাচিত সরকার কর্তৃক দেশ পরিচালনা জাতির জন্য কল্যাণকর হবেনা। কোনভাবেই ছাত্র-জনতার রক্তাক্ত বিজয়কে নস্যাত হতে দেয়া যাবেনা।

 

তিনি শনিবার বিকেলে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কালারুকা নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

কালারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম, সুনামগঞ্জ জেলা নারী ও শিশু আদালতের পিপি এডভোকেট আব্দুল জলিল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান, নুরুল হক, এডভোকেট আব্দুল আহাদ, কয়েছ আহমদ, আনোয়ার হোসেন সাগর, মিজানুর রহমান আমরু, শেখ আপ্তাব আলী, সামসুল হক মেম্বার, এখলাছুর রহমান, উপজেলা বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম খেলন, দোলারবাজার ইউনিয়ন বিএনপি নেতা মুশফিকুর রহমান, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক সাবেক সহ-সভাপতি আবিদুর রহমান আবিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ সুমন, মানিক মিয়া, আবু শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, হিফজুর রহমান মামুন, বিএনপি নেতা লায়েক চৌধুরী, বুরহান উদ্দিন সুরত, মুহিব মেম্বার, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল আমিন, জেলা ছাত্রদলের সদস্য আবু তালেব, আমির হোসেইন, পৌর ছাত্রলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব মাহমুদ, যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, আবিদুর রহমান ও আলা উদ্দীন প্রমুখ।

এদিকে শনিবার বিকেলে কালারুকা ইউনিয়নে জনসমাবেশ শেষে ছাতক পৌরসভার বিভিন্ন এলাকা ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতবৃন্দৃ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।