ছাতক প্রতিনিধি:
সাওতুল মাদীনা তাহফিজুল কোরআন মাদরাসার আবাসিকে অধ্যায়নরত সকল শিক্ষার্থীদেরকে ঈদ উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে সিলেট সদর উপজেলার সোনাতলাস্থ মাদরাসা হল রুমে এসভা অনুষ্টিত হয়।
জানা যায়, সাওতুল মাদীনা তাহফিজুল কোরআন মাদরাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআনুল কারীম হিফজের পাশাপাশি দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত কেন্দ্রে ভর্তি হয়ে ভালো ফলাফল অর্জন করেছে। এ মাদরাসার শিক্ষার্থীরা
প্রতিযোগিতায় অংশ গ্রহন করে অধিকাশ ছাত্র প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রতিষ্টানে তারাবীর নামাজে কোরআন শরীফ খতম সম্পন্ন হয়েছে। শবে ক্বদরের রাত্রি পালন শেষে শুক্রবারে ঈদ উল ফিতরের জন্য প্রতিষ্টান বন্ধ দেয়া হয়। এসময় আবাসিকে অবস্থানরত সকল ছাত্রদেরকে ঈদ উপহার হিসেবে উন্নত পাঞ্জাবির কাপড় দেওয়া হয়েছে।
মাদরাসা পরিচালক, প্রধান হাফিজ, ক্বারী মাওলানা আশফাকুজ্জামান আদনান বলেন, হিফজ পড়ার পাশাপাশি ছাত্ররা দারুল ক্বিরাতেও পড়েছে। সবাই এক সাথে মাদরাসায় তারাবীর নামাজে কোরআন শরীফ খতমও করেছি। প্রতিষ্টান কর্তৃপক্ষ খুশি হয়ে আবাসিকে অবস্থানরত সকল ছাত্রদেরকে ঈদ উপহার দেওয়া হয়েছে।#
ক্যাপশন: প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবাসিকে অবস্থানরত সকল ছাত্রদেরকে ঈদ উপহার দেওয়া হয়েছে।