• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ছাতকে দোয়া ও ইফতার মাহফিল

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ছাতকে দোয়া ও ইফতার মাহফিল

ছাতক প্রতিনিধি:

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দেশের মানুষের প্রয়োজনে এ দেশে বার-বার বিএনপির সরকারের প্রয়োজন

রয়েছে। বিএনপির সরকারই পারবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পুর্ণসুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। মহান স্বাধীনতা দিবসের এই দিনে সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

 

বুধবার ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ৭১”র স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও ২০২৪” র জুলাই-আগষ্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ছাতক বাসষ্ট্যান্ড জামে মসজিদে ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের পুর্বে এক

সংকিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল,ছাতক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক

হিফজুল বারী শিমুল। দোয়া পাঠ করেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আলী আজগর

খান।

 

দোয়া ও ইফতার মাহফিলে অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,শহীদুর রহমান সোহেল,রাসেল মাহমুদ,আকিল আলী উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম,বিএনপি নেতা তাজুল ইসলাম তালুকদার,আজর আলী মেম্বার, মেহেদী হাসান সোনা মিয়া, সৈয়দ জুনেদ আহমেদ,পৌর

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হুসেন,পৌর যুবদলের

যুগ্ম আহবায়ক তারেক আহমেদ,উপজেলা যুবদলের যুগ্ম

আহবায়ক আব্দুল কাইয়ুম, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, যুবদলনেতা ইজাজুল হক রনি, জয়নাল আবেদীন রফিক,মজনু মিয়া,কামরুল হাসান কামরান, দিলোয়ার হোসেন ইমরান, পৌর ছাত্রদলের আহবায়ক স্বাচ্ছা আবেদীন,ছাত্রদল নেতা শাহেদ ইয়াসিন,

লাভলু তালুকদার, শাহ সোনা আলী,ফেরদৌস আহমদ, মিছবাউর রহমান ওলিদ প্রমুখ উপস্থিত ছিলেন।