সুনামগঞ্জ প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ২৬ মার্চ বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সুনামগঞ্জ সদর ইউএনও অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, আবু সুফিয়ান, আব্দুল মজিদ, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ও পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী প্রমুখ। পরে প্রায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে শাড়ী, লুঙ্গি নগদ অর্থ বিতরণ করেন।