মুহাম্মদ ফয়সাল আলম সংকলিত- ❝প্রশ্নোত্তরে সংক্ষিপ্ত সীরাত❞ গ্রন্ত্রের মোড়ক উন্মোচন
বিবিএন ডেস্ক:মানবতার মুক্তির সনদ হযরত মুহাম্মদ (সা:) এর সীরাতকে সহজ ভাবে জানার জন্য প্রশ্নোত্তর আকারে বই সংকলন করেছেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সীমান্তঘেষা নছর নগর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ফয়সাল আলম। নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা থেকে দাখিল শেষ করে ইলমে দ্বীনের জন্য সফর করেন দেশ সেরা দ্বীনি বিদ্যাপীঠ দারুন নাজাত কামিল মাদ্রাসায়। ইলমে নববীর টানে এখনও সেখানে আছেন।
মোহাম্মদ ফয়সাল আলমের ভাষ্যমতে- তার এই অতুলনীয় কাজের অনুপ্রেরণা জাগিয়ে দিয়েছেন তারই উস্তাদ দ্বীনের টুক দারুল কোরআন ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি হেলাল আহমদ সিরাজি মা.জি.আ. এবং সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী প্যারাডাইজ পরিবার নরসিংপুর।
বহুল প্রত্যাশিত এই গ্রন্ত্র ❝প্রশ্নোত্তরে সংক্ষিপ্ত সীরাত❞ এর মোড়ক উন্মোচন হয়েছে ২৩ রামদ্বান সোমবার দুপুর ২ঘটিকায়, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসা শাখার আম মশক কামরায়, রেজাউল করিম আদনান এর পরিচালনায় অত্র শাখার প্রধান ক্বারী মাওলানা আশিকুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীনের টুক দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি হেলাল আহমদ সিরাজি সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সাবেক সভাপতি ছাত্রনেতা মাও. আহমদ শরীফ, প্যারাডাইজ একাডেমির প্রিন্সিপাল মাও. আবুল হাসান মোহাম্মদ মকদ্দুছ, বোর্ড অব ফাউন্ডার আ,ফ,ম, সালামান। নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসার সুপার মাও. আকতার হোসেন, সাবেক সহকারী শিক্ষক মাও. মাহবুবুর রহমান, দোয়ারাবাজার পূর্ব উপজেলা আল ইসলাহের সহ-সভাপতি মাও. ফখরুল ইসলাম, নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. ফয়জুল ইসলাম আকদ্দুছ, নাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামও খতিব মাও. আমিনুর রহমান, প্যারাডাইজ একাডেমির সহকারী শিক্ষক আব্দুল হক শাকিল প্রমূখ।