• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আলোচনা সভা।

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আলোচনা সভা।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া,। সহকার কমিশনার ভূমি মোহাম্মদ শোয়াইব রহমানের সঞ্চালনায় এসময় আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সুনামগঞ্জ সদর ইউএনও অতীশ দর্শী চাকমা, বীর মুক্তিযোদ্ধা রুকন উদ্দিন, আব্দুল মজিদ, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী এবং জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।