• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাত‌কে জামায়াতের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনু‌ষ্টিত

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২০, ২০২৫
ছাত‌কে জামায়াতের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনু‌ষ্টিত

ছাতক প্রতিনিধি: ছাত‌কে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামী ছাতক উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃম্প‌তিবার (২০ মার্চ) পেশাজীবী,সুধীজন-রাজনৈতিক,সাংবা‌দিক,শ্রমিক নেতৃবৃন্দের সন্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় শহরের মড়ল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে

 

প্রধান অতিথি ছি‌লেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়বে আমীর এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন আহমদ । প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ছাতক -দোয়ারা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী ।

 

বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর ইন্জিনিয়ার নোমান আহমদ,ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত,ইসলামি আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মির্জা সাজিদুর রহমান,

 

সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল্লাহ ,ছাতক প্রেসক্লাব একাংশের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহ সভাপতি বদর উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম,জামায়াত নেতা আব্দুল হাই আজাদ,আলী আসগর সোহাগ,খলিলুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত,পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, পৌর জামায়াতের সেক্রেটারি ডা.হেলাল আহমদ,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা নেতা মাওলানা ফজলুর রহমান,ছাতক অন লাইন প্রেসক্লাব একাংশের সভাপতি সাকির আমিন,অপর গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন,অপর অংশের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি মোশাহিদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি আরাফাত আহমেদ রাহাত, জামায়াত নেতা মাওলানা নুরুল আমিন,জালাল উদ্দিন প্রমূখ।

 

সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মাওলানা কারি শহিদুল ইসলাম ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাওলানা জুবায়ের আহমদ। দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন।

 

আলোচনা সভায় বক্তারা ব‌লেন ইসলামের মূল শিক্ষা হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ রক্ষা করা, যা বর্তমান সমাজ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ । আলোচনা সভার পর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছি‌লেন।