• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের ছাতকে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৪

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫
সুনামগঞ্জের ছাতকে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৪

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে অপারেশন ডেবিল হান্টে যৌথবাহিনীর অভিযানে রাজনৈতিক মামলায় ৪ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক ক্যাম্পের ক্যাপ্টেন

শোয়েব বিন আহমেদের নেতৃত্বে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ বিশেষ অভিযান (ডেভিল হান্ট) পরিচালনা করে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার দক্ষিন গনেশপুর ছড়ারপার গ্রামের আশিদ আলীর পুত্র ছাতক উপজেলা নৌযান শ্রমিকলীগের সভাপতি, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: কামাল হোসেন প্রকাশিত কামাল মৃধা (৪০), উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আখতার হোসেন (৩৪), যুবলীগ সমর্থক আব্দুল কাদির টুটুল (৪১), উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর দালান বাড়ির লুৎফুর রহমানের পুত্র ইউপির ৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাব্বির (২৭)।

 

থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুস ছাত্তার বলেন, থানার মামলা নং-১৫, তাং-১০/০২/২০২৫খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15(3)/25D এর সন্দিগ্ধ আসামী চার জনকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ পুলিশ প্রহরায় আসামীদেরকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।