filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;
ছাতক প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার উদ্দোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে নিউ ডায়না রেস্টুরেন্টে এক সভা অনুষ্টিত হয়।
মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও ছাতক প্রেসক্লাবের সদস্য মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: জাকারিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মো: আব্দুস সোবহান, আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মহীউদ্দীন, ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, বিশিষ্ট শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক, মরহুম সিরাজুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুমিনুল ইসলাম, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি আবুল হাসনাত, জাতীয় পার্টির নেতা শামসুদ্দিন, মাওলানা মুনছুর আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, ব্যবসায়ী ইব্রাহিম আলী, শাহজালাল একাডেমীর প্রিন্সিপাল মাওলানা আন্দুল হাই, গোবিন্দগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ প্রমুখ।
এসময়ে মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য, শিক্ষানুরাগী, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।