• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিয়োগ।

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫

ষ্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সিলেট কে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ১৩ মার্চ ২০২৫ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে বলা হয় বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্য নির্বাহী কমিটি বাতিল পূর্বক সরকারের অনুমোদন ক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সিলেট কে প্রশাসক নিয়োগ করা হলো। ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতঃ নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয় কে অবহিত করার ও আদেশ প্রদান করেন।