• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫
শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

ছাতক প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন কর্তৃক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অডিটোরিয়ামে এসভা অনুষ্টিত হয়।

 

শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহিদ হাসান জাবেদের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবি সিলেটের প্রো- ভাইস চ্যান্সেলন প্রফেসর ড. মো: সাজেদুল করিম, শাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইসমাইল হোসেন, শাবিপ্রবির প্রক্টর প্রফেসর মো: মোখলেছুর রহমান, শাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, শাবিপ্রবির প্রধান প্রকৌশলীব (ভারপ্রাপ্ত) মো: জয়নাল ইসলাম চৌধুরী, শাবিপ্রবিরমহাবিদ্যালয় পরিদর্শন (ভারপ্রাপ্ত) মো: ইউনুস আলী, শাবিপ্রবির হিসাব দপ্তর অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মোর্শেদ আহমদ, শাবিপ্রবির উপ রেজিস্টার (প্রশাসন) আ ফ ম মিফতাউল হক, শাবিপ্রবির উপ পরিচালক (অর্থ ও হিসাব) আবু সাদাৎ মো: সায়েম তালুকদার,

কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি সাদেক আহমদ প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন শাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান। এসময় কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, শিক্ষার্থী নানা পেশার গুনীজন উপস্থিত ছিলেন।