• ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

ড্রাইভিং ইনস্ট্রাক্টর মরহুম আব্দুল আলী লন্ডনীর ইসালে সাওয়াব উপলক্ষ্যে দোয়া মাহফিল সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫
ড্রাইভিং ইনস্ট্রাক্টর মরহুম আব্দুল আলী লন্ডনীর ইসালে সাওয়াব উপলক্ষ্যে দোয়া মাহফিল সম্পন্ন

 

বিবিএন ডেস্ক:নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউ.কে এর প্রয়াত উপদেষ্টা ও বীরেন্দ্র নগর ইন্তাজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের সাবেক ড্রাইভিং ইনস্ট্রাক্টর মরহুম আব্দুল আলী লন্ডনী সাহেবের ইসালে সাওয়াব উপলক্ষ্যে সোসাইটির সদস্য লন্ডন প্রবাসী, আরশ সুমন সাহেবের আর্থিক সহযোগীতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ রামাদ্বান (১৬ মার্চ রবিবার) নরসিংপুর প্যারাডাইজ একাডেমি ক্যাম্পাসে, নরসিংপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে প্যারাডাইজ একাডেমির শিক্ষার্থী মিসবাহুর রহমান এহসানের কোরআন তেলাওয়াত ও শিশু শিল্পী ইকবাল হোসেন মাহিদের নাতে রাসুল পরিবেশন এবং ইফতার মাহফিল বাস্তবায়ন পর্ষদের আহবায়ক কারী সুরুজ্জামান শিপুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিল এর কার্যক্রম শুরু হয়।


এসময় উপস্থিত ছিলেন নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার হযরত মাও. ছাদিকুর রহমান দোয়ারাবাজার পূর্ব উপজেলা আল ইসলাহ’র সভাপতি হযরত মাও.মর্তুজ আলী, দারুল কিরাত হুসাইনিয়া শাখার শিক্ষক ক্বারী আলী আহমদ, দ্বীনেরটুক গ্রামের বিশিষ্ট মুরব্বি গোলাম মোস্তফা, প্যারাডাইজ একাডেমির প্রিন্সিপাল মাও. আবুল হাসান মোহাম্মদ মকদ্দুছ, এস.এম.সি সভাপতি আ,ফ,ম সালমান, বোর্ড অব ফাউন্ডার আবুল খয়ের, গন অধিকার পরিষদের সুনামগঞ্জ জেলার আহবায়ক মাও.আলী আসকর,মাও. আব্দুল হাই ফাউন্ডেশনের মহা সচিব মাহফুজ রহমান, নরসিংপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হা: আব্দুল কাদির বাবুল, মেধা বিকাশ নরসিংপুর এর সভাপতি আশরাফুল আলম, সমাজ সেবক লায়েক মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে ইফতার সম্পন্ন হয়।