সুনামগঞ্জ প্রতিনিধি: রক্তে গড়া এন আই ডি কোথাও নিতে দীবনা, ভোটার তালিকা ও এন আইডি এক সুত্রে গাঁথা বিভক্তি মানিনা, ইসির অধীনে এন আইডি জনগণের নিরাপত্তার গ্যারান্টি ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লেকার্ড ও ব্যানার নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসের সামনে জেলা ও উপজেলার নির্বাচন অফিসার ও কর্মকর্তা ও কর্মচারীগণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন।
জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ও নির্বাচন অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে এতে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ করেন।
মানববন্ধনের দৃশ্যমান অগ্রগতি না হলে মানববন্ধন ও ১৩ মার্চ থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।
জেলা নির্বাচনণঅফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া বলেন এনআইডি নিয়ে বারবার একেক সময় একেকরকম সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা এনআইডি নিয়ে টানা হেঁচড়া করে। এর আগে একাধিকবার চেষ্টা হয়েছিল, মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। এখন আবার নতুন কমিশন তৈরি করে তাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদের বিরুদ্ধে আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছি। তিনি আরো বলেন, ‘আমি নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব করি এবং এর অবস্থান সরকারকে উপস্থাপন করতে পারি। আমাদের দাবিগুলো সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরব। এনআইডি সেবা ইসি থেকে স্থানান্তরের পরিকল্পনা ঠেকাতে আন্দোলনে নেমেছি। সরকার বিষয়টি বিবেচনার জন্য দাবী জানান।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া। আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার এহ্সান আহমদ, ডাটা এন্টি
অপারেটর আনোয়ার হোসেন, স্কেনিং অপারেটর মোকাররম হোসেন, আস্থা প্রকল্পের যুগ্ম আহবায়ক স্বর্নালী আক্তার রিমা,জেলা সমন্বয়কারী লাবণ্য সরকার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ