• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় ডাক্তার হাফিজুল্লাহর গ্রেফতারে সাংবাদিকদের আল্টিমেটাম

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১১, ২০২৫
সাতক্ষীরায় ডাক্তার হাফিজুল্লাহর গ্রেফতারে সাংবাদিকদের আল্টিমেটাম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় ডাক্তার মোঃ হাফিজুল্লাহ’র গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা। মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৫ টায় আশাশুনি উপজেলা পরিষদ সংলগ্ন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সামনে এই মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

 

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে মানববন্ধন উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন, সহ সভাপতি এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম,দপ্তর সম্পাদক মাহবুবুল হাসনাইন টটুল, দীপঙ্কর কুমার মন্ডল, রেজাউল করিম ফুলবাবু, রনদা প্রসাদ মন্ডল, আলী আহসান স্বাধীন, আশরাফুল ইসলাম, হাবিবুল্লাহ বিলালী, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ও ভিডিও দেখে পুলিশ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা নিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সাংবাদিকদের ওপর হামলার মূল হোতা কসাইখ্যাত ডাক্তার হাফিজুল্লাহ গ্রেপ্তার হয়নি। আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দাবি জানাতে চাই যাতে দ্রুত সময়ের মধ্যে ডাক্তার হাফিজউল্লাহ সহ সকল আসামীরা গ্রেফতার হয়।

 

বক্তারা বলেন, আমরা এখন তার গ্রেফতারের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে যদি গ্রেফতার করা না হয় পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।