বিবিএন নিউজঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে বাসিদুর রহমান (৩৮) নামের এক ভুঁয়া মেজর ও তার স্ত্রী বেলিনা আক্তারকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক,একটি এক্স নোহা গাড়ী, দেশীয় অস্ত্র,পার্সপোট সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।মেজর আল জাবির মোহাম্মদ আসিফ (রিয়ার ওসি)”৪২ বীর এর নেতৃত্বে একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে এ ভুঁয়া মেজর (পলাতক সেনা সদস্যকে) আটক করা হয়।তার সেনাবাহিনী
পরিচিতি নং ১২২৯৬৭৬, পদের নাম কর্পোরাল,নাম বাসেদ মিয়া,ইউনিট ৩৭ এডি রেজিমেন্ট।ছুটিতে এসে নিজ কর্মস্থলে আর ফেরত যায়নি । ভুঁয়া মেজর পরিচয়ে এলাকায় হুমকি এবং সেনাবাহিনীর দাপট দেখিয়ে বেড়ায় সে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১.০০ টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত বাসিদুর রহমান, কুমিল্লা জেলার বুড়িচং থানার কালিকাপুর গ্রামের সাইমুল হকের পুত্র এবং তার স্ত্রী বেলিনা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের ক্বারী মখলিসুর রহমানের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বাসিদুর রহমান (বাসেদ মিয়া) হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলো। এমনকিস্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করে যাচ্ছেন তিনি।তার নানা ধরণের কার্যকলাপে জনমনে সন্দেহ হলে বিষয়টি সোমবার সেনাবাহিনী এবং পুলিশকে অবহিত করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনীর একটি টিম তাকে এবং তার স্ত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া বাসিদুর রহমান ও তার স্ত্রীকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।