সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে বিভিন্ন সীমান্তে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ব্যাটালিয়ন ২৮ বিজিবি। শনিবার ( ৪ঠা মার্চ) ভোর রাতে ভারত থেকে চোরাই পথে আসা ভারতীয় বিভিন্ন পন্য জেলার বিভিন্ন বিজিবির টহল দল অভিযান চালিয়ে জব্দ করে। পণ্য গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশী স্টিলবডি নৌকা, ভারতীয় চিনি, জিরা,ফুসকা, বিড়ি ও কয়লা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি জানায়, সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩ মার্চ থেকে ৪ঠা মার্চ সকাল ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করে জেলার ডুলুরা বিওপি কর্তৃক বাংলাদেশী স্টিলবডি নৌকা-১টি, ভারতীয় চিনি-১০৯০ কেজি, ভারতীয় জিরা-৭৮ কেজি, ভারতীয় বিড়ি-৮৪০ প্যাকেট, যার আনুমানিক মূল্য ১৭,৪২,৯০০/- টাকা, চাঁনপুর বিওপি কর্তৃক ভারতীয় ফুসকা-৭৫০ কেজি, যার আনুমানিক মূল্য ১,৮৭,৫০০/-টাকা, মাছিমপুর বিওপি কর্তৃক ভারতীয় ফুসকা-৩২৪ কেজি, ভারতীয় চিনি-২২ কেজি যার আনুমানিক মূল্য ৬৭,৪৪০/-টাকা এবং চাঁরাগাও বিওপি কর্তৃক ভারতীয় কয়লা-২০০০ কেজি, যার আনুমানিক মূল্য-৪০,০০০/- টাকা মূল্যের মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য বিশ লক্ষ সাইত্রিশ হাজার আটশত চল্লিশ) টাকা
এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত বাংলাদেশী স্টিলবডি নৌকা,ভারতীয় চিনি, জিরা, বিড়ি, ফুসকা ও কয়লা শুল্ক কার্যালয়,সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।