• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

রমজানে পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীল রাখতে ছাতকে জামায়াতে ইসলামীর মিছিল

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫
রমজানে পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীল রাখতে ছাতকে জামায়াতে ইসলামীর মিছিল

ছাতক প্রতিনিধি:

ছাতকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবী এবং পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আছর পৌর শহরে জামাতে ইসআমীর এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

ছাতক পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার মো.নোমান আহমদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার।বক্তব্য রাখেন,পৌর জামায়াতের সেক্রেটারি ডাক্তার হেলাল আহমদ,ছাতক পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল আমিন প্রমুখ।

 

উপস্হিত ছিলেন ছাতক পৌর শিবিরের সভাপতি রবিউল ইসলাম,ছাতক উত্তর শিবিরের সভাপতি আফজাল হোসেন, কালারুকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আফিজ আলী, ইসলামপুর ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ হুমায়ুন কবির,আব্দুর রহিম,জহুরুল হক প্রমুখ।