• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বাজার মনিটরিং কমিটির অভিযান, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫
সুনামগঞ্জে বাজার মনিটরিং কমিটির অভিযান, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ শহরের বাজার মনিটরিং কমিটি অভিযান চালিয়েছে। অভিযানে দোকানের সামনের ফুটপাতে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৭ মুদি দোকান,এক ফলের দোকানী এবং এক গরুর মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার(নির্বাহী ম্যাজিস্ট্রেট) রবিউর রায়হান, সাবিবুর রহমান, মোসা. মরিয়ম আক্তার এর সমন্বয়ে এ অভিযান পরিচালকনা করা হয়। এসময় জেলা কৃষি বিপনন কর্মকর্তা আহমদ আসিফুর রহমান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন প্রমুখ।

 

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) দুপুর টা থেকে ২ টা পর্যন্ত শহরের পুরাতন জেল রোড, গরুর মাংসের বাজার ও মোরগের বাজার মনিটরিং করা হয়।

 

বাজার মনিটরিং-এর সময় দোকানের সামনের ফুটপাতে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে মুদি দোকানদার আশফাক চৌধুরীকে ২ হাজার টাকা, অজয় রায়কে ২ হাজার টাকা, শঙ্কর রঞ্জন রায়কে ২ হাজার টাকা, হিতেন্দ্র রায়কে ২ হাজার টাকা, রিষান ট্রেডার্সের ম্যাজেনার গুনেন্দ্র দাসকে এক হাজার টাকা, নান্টু পালকে এক হাজার টাকা, চাল বিক্রেতাকে শহীদুল হককে ৫শত, ফল ব্যবসায়ী সাজ্জাাদুর রহমানকে দুই শত টাক এবং বেশি দাম চাওয়ায় মাংস বিক্রেতা আব্দুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এস আই জুলহাস বিষয়টি নিশ্চিত বাসসকে সদর থানার একদল পুলিশসহ তিনি বাজার মনিটরিং কমিটিকে সহযোগিতা করেছেন।