• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি

জগন্নাথ পুরে বিএনপির ত্যাগী পদ বঞ্চিত নেতা-কর্মীদের হামলায় কয়ছর গ্রুপের ৫জন আহত

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫
জগন্নাথ পুরে বিএনপির ত্যাগী পদ বঞ্চিত নেতা-কর্মীদের হামলায় কয়ছর গ্রুপের ৫জন আহত

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে আয়হান গ্রুপের হামলায় কয়ছর গ্রুপের ৫ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান ২৪ ফেব্রুয়ারি সোমবার সদ্যঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী সক্রিয় তৃণমূল নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে একতরফা কমিটি ঘোষণা করায় জগন্নাথ পুরে বিএনপির প্রকৃত ত্যাগী  সৈরাচারের হাতে নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।কমিটি ঘোষণার পর কয়ছর গ্রুপের ফ্যাসিবাদের দোসর হিসাবে পরিচিতদের নেতৃত্বে জগন্নাথ পুর পৌর শহরে একটি আনন্দ মিছিল বের হয়।মিছিলকারীরা পৌর পয়েন্টে পৌঁছে ত্যাগী পদ বঞ্চিতদের উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর শ্লোগান দেয়।সেখানে উপস্থিত আহবায়ক পদপ্রার্থী আবিবুল বারী আয়হান গ্রুপের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে কয়ছর গ্রুপের মিছিলে হামলা ও ধাওয়া করেন।

এত অন্তত ৫ জন আহত হয়েছেন। হামলায় কয়ছর গ্রুপের  রাসেল বক্স, তুহিন ও আবুল হাশিম ডালিম সহ কমপক্ষে ৫ আহত হন। এর মধ্যে গুরুতর আহত রাসেল বক্সকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ  করা হয়।এব্যাপারে আহবায়ক পদপ্রার্থী আবিবুল বারী আয়হানের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে কোন বক্তব্য পাওয়া যায়নি।আবিবুল বারী আয়হান গ্রুপের পদ বঞ্চিত নেতা এম এ কয়েছ বিলাত বাংলা নিউজকে জানান,আজকে ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে রহস্য জনক কারণে একতরফা ভাবে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।আমরা এই কমিটি বাতিল চাই।দীর্ঘদিন মাঠের রাজনীতিতে যাদের অবদান,তাদের মূল্যায়ন চাই।আমরা ফ্যাসিস সরকারের আমলে হামলা-মামলার শিকার হয়েও রাজপথে ছিলাম। আর আবু হোরায়রা সাদ মাস্টাররা লন্ডন-আমেরিকায় বিলাসিতা করেছেন।সৈরাচারের সাথে দহরমমহরম করে নিরাপদে দিন কাটিয়েছেন।

কয়ছর বলয়ের জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার সংবাদ মাধ্যমকে জানান, বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের মিছিলে হামলা করে নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে আয়হান গ্রুপের নেতাকর্মীরা ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পরিস্থিতি  নিয়ন্ত্রন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।