• ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

ছাতকে অপারেশন ডেভিল হান্ট জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫
ছাতকে অপারেশন ডেভিল হান্ট জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছাতক প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের কার্ষ নিবাহী ক‌মি‌টির সদস‌্য আল মিরাজ পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে।যৌথ বাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট”পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

আজ শ‌নিবার ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ এলাকা থেকে আল মিরাজ পাপ্পুকে যৌথ বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়।

 

আল মিরাজ পাপ্পু উপ‌জেলার ছৈলা-আফজলাবাদ ইউপির সিঙ্গুয়া-কালিদাস পাড়া গ্রা‌মের সা‌বেক মেম্বার মোঃ আশা উদ্দিনের পুত্র ও জেলা ছাত্রলী‌গের কার্যনির্বাহী ক‌মি‌টির সদস‌্য।

 

পু‌লিশ জানিয়েছে,সি‌লেট-সুনামগঞ্জ সড়‌কে বি‌ভিন্ন গা‌ড়ি আটকি‌য়ে চাঁদাবা‌জি করা,সন্ত্রাসী কর্মকান্ড,হামলা -ভাংচুর, লুটপা‌ট সহ নানা অপরাধ কর্মকা‌ন্ডে সে জড়িত। ছাতক

থানার একটি মামলায় (নং ১৫,(২) ২৫) তাকে গ্রেফতার করা হয়েছে।

 

ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ,পাপ্পু-কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট”অব্যাহত থাকবে।