• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বিএনপির বিশাল সমাবেশে আরিফুল হক।

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫
সুনামগঞ্জে বিএনপির বিশাল সমাবেশে আরিফুল হক।

সুনামগঞ্জ প্রতিনিধি:

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবীতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবীতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে

সুনামগঞ্জ_জেলা_বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় সুনামগঞ্জ বিএনপির কার্যালয়ের সামনে এই বিশাল সমাবেশে

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও আহ্বায়ক সদস্য এডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় উক্ত সমাবেশে,

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –

, আরিফুল হক চৌধুরী, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য,

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন –

, মিফতাহ সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –

মিজানুর রহমান চৌধুরী, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি,

 

সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জ জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

আরিফুল হক চৌধুরী বলেন, দেশী বিদেশী ষড়যন্ত এখনও রয়েছে তাই দলের সকল নেতাকর্মীর সজাগ থাকতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট দের দলে ঢুকানোর কোন দরকার নেই। দ্রুত সংস্কার করে নির্বাচন করার ও আহবান জানান।